এই মেয়ে তোর দুর্গা নাম তো জানি
এই মেয়ে তোর কোথায় যেন বাড়ি?
এই মেয়ে তুই লজ্জা পাস কেন-
দ্রৌপদীরও ছিঁড়েছিল ওরা শাড়ি।


এই মেয়ে তুই ভাঙ্গন কেন দেখিস?
এই মেয়ে তুই হেরে যাবি নাকি আজ?
শোন তুই, এই লজ্জা তোর নয়
অবাক পৃথিবী মিথ্যে রাজার সাজ।


এই মেয়ে তুই আদ্যাকালিকা হ
মৃত নয় মৃত্যু নাচুক চোখে
রনহুঙ্কারে কাঁপুক পৃথ্যি-কাল
কান্না নয়, বেদনা নয়,
দুচোখে জ্বলুক অগ্নিগলিত বাড়ি


এই মেয়ে কেন পালাবি বলতে পারিস?
মৃত্যু সে তো পরাজয়ীর বেশ-বাস
এই মেয়ে আজ ঘুরেই দাঁড়া না তুই
দেখ চেয়ে, আলো এখনও দেখতে পাবি।


জীবনের নাম ঝড়, এই মেয়ে তুই শোন
ক্ষণিকের ক্ষয় - সৃষ্টি রয়েছে তাতেও
ফুল যদি তুই এতকাল হয়ে থাকিস
আজকে সময় কাঁটার আঘাত হানার।


এই মেয়ে আজ ঘুরেই দাঁড়াবি তুই
জিত তোর আজ, হারকে কর পর।
দুহাতে রক্ত মেখে চিৎকার কর---
"জীবনের নাম ঝর - জীবন ঝর"।।