সময়ের সাথে সাথে পাল্লা দিয়ে বাড়ছে বয়স,
সেই ব্রিটিশদের হাত ধরে হয়েছিল পদার্পন,
স্বাধীনতা পেরিয়ে এখন,যুগের নিত্য পরিবর্তন
দুই জেলার,পাল্টেছে অনেক চাল,
আমি,হাওড়া সেতু, কর্তব্যে সদাই বহাল |
প্রতিদিন লক্ষ লক্ষ গাড়ি চলে আমার বুকের ওপর দিয়ে,
পার হয় মানুষ, কোটি টাকার সরঞ্জাম,
আমি অবলা, তাই কিছু অসভ্য, বর্বর
প্রতিনিয়ত আমার বুকে ফেলে থুতু, পিক,
হচ্ছি ক্ষয়,ভাঙছে পাঁজর,তোমায় জানাই ধিক |
আমার পা নেই, নেই উপায় খানিক বিশ্রামের,
ধোঁয়া, ধুলোয় ভরছে ফুসফুস,সময় আসছে প্রাণটা যাওয়ার |
তোরা কি স্বার্থপর, চোখে জল দেখেও করিসনা একটু আদর,
মনে রাখিস,ভাঙবো যেদিন,শহরজুড়ে সেদিন লাগবে সাদা শান্তির চাদর |