লজেন্স খাওয়ার বয়স যাদের,
হকারি দেয় সঙ্গ তাদের,
বিক্রি হলেই জুটবে দুমুঠো ভাত,
এরা সবাই শিশুশ্রমিক,
খালিপেটের হয়না কোনো জাত |


হাতে লেগে জুতোর কালি,
দিনরাত খাচ্ছে বাবুদের গালি,
সমাজ করেছে,জীবন জালি
বিলীন আজ কলমের কালি |


ছেলেটার খালিপেট,সংসার হাঁকছে
স্কুলের পথে পা না দিয়ে,রিকশা নামাচ্ছে |
ফুল গেঁথে খোকাবাবু রাস্তায় নামছে,
বিক্রির আশা বুকে করে সিগনালে হাঁটছে |


হোটেলে দেখো শিশুগুলো,ধোয় কাপ-প্লেট
নেইকো আজ,তাদের হাতে,পেন্সিল কিংবা স্লেট |
ভাঁটাতে দেখো শিশুগুলো,মাথায় চাপায় ইঁট
রৌদ্রতেজে দিনরাত পোড়ে,তাদের কোমল পিঠ |


দেশটা জুড়ে শিশুশ্রমিক,যন্ত্রণার এক আভাস,
১৪ই নভেম্বর পালিও হয় কলঙ্কিত শিশুদিবস |