মরু প্রান্তর,ধুধু পথ
চারিদিকে শুধু বালি |
সার দিয়ে শুধু উঠ চলে
জলের পাত্র খালি |
বিদ্যমান কিছু কাঁটা গাছ
ক্যাকটাস, মরীচিকা
জীবন্ত প্রাণী হাতে গোনা
মাইলকে মাইল ফাঁকা |
উঁচু নিচু বালিয়ারি
উষ্ণ বাতাস বয়,
সুদীর্ঘ এই তেপান্তরে
নিসঃঙ্গতার জয় |
মাঝে মাঝে দেখা যায়
সুউচ্চ বায়ুকল,
বিদ্যুৎ উৎপাদনে মত্ত তারা
মানুষের নেই ঢল |
ঋতু পরিবর্তনের প্রভাব বোঝা
কঠিন এক চেষ্টা,
দিনের আলোয় তপ্ত বালু
গলা জুড়ে তেষ্টা |
পৃথিবীর এই স্থলভাগে,আছে দীর্ঘ জমি
একাকীত্বকে সঙ্গী করে,দাঁড়িয়ে মরুভূমি |