সকালবেলায় ঘুম ভাঙাতো ছোট্ট এক বাঁশি,
ময়লা ফেলার গাড়ি নিয়ে পৌরকর্মীর হাসি |
ডাকটা শুনেই তড়িঘড়ি, এলাম নিচে নেমে
সুপ্রভাতে ঘরের ময়লা ডাস্টবিনে যায় চলে |
ঘরদোর হলো পরিষ্কার, দেখতে চকচকে
মনের ময়লা মনেই রইলো, শরীর ঝকঝকে |
এই বাঁশি,তুই পারবি তুলতে তীব্র কোনো সুর
যে ডাকতে মনের ময়লা ছুঁড়বো বহুদূর |
অহংকার, গ্লানি, হিংসা, ঘৃণা মনটা জুড়ে জমে
বৃষ্টিতে সব ধুয়ে যাক, মনটা ভিজে, ঘেমে |
আমি চাই সেই বাঁশিটা, খেলায় তুলতো সুর
রঙিন আনন্দে ছুটে চলতাম, স্মৃতিরা সুমেদুর |
প্রার্থনা মোর, সেই বাঁশিটাই বাজুক কণ্ঠ তুলে
নোংরা ভরা মন ধুয়ে যাক, বর্তমানকে ভুলে |