আজ ভোরে কিরণের প্রথম ফোটায়
এসেছি নেমে ঘুরবো ক্ষীণ, শান বাধানো পথে।
লেকের দু ধারে সারি সারি আড়ি
যেতে চাই তবু নাহি যাবো ছাড়ি
এমন সাধের গল্প তবু কজন খুঁজিয়া পায়।


হাটিতে হাটিতে মিলিল দেখা
গোলাপী পদ্ম তোমার
ব্যথা জড়ায়ে ঠায় দাঁড়িয়ে
মদ্যপান আহা দুর্বার।
এই শহরের যত ধূলিকণা আর
যত যত আছে অনাথ
সবাই জড়ায়ে ধরে আছে গায়
যেন সে বড় অভিশাপ।
আমি যাই ভাই আজ তোমা ছাড়ি
দেখা মিলিলে আবার কভু, দিও না যেন হাক
আমি আজ বিদায় নিলাম আত্মা মুক্তিপাক।