করোটিতে তন্দ্রাহীন বিষাদ জমে জমে,
দেখে চলেছি নবান্নের রঙিন উৎসব ভূমি দস্যুদের ঘরে।
শষ্যক্ষেত্রে একটি লাঙ্গলের বালিয়াড়ি কবর ঘর;
ঈশ্বর তোমার নারীর মন।


মধ্যরাতে হৃদয় হঠাৎ সেনা অভ্যুত্থানের মতো জেগে ওঠে;
তোমার পৃথিবীতে অনিয়ম, দীর্ষশ্বাস, রক্তপাত
মানি না!
তোমার সৃষ্টিতে সৃষ্টিতে সংঘর্ষ, এক্কেবারে-
ভালো লাগে না!
ঈশ্বর, দু'হাতে বজ্র সঞ্চার করো
সশস্ত্র করে দাও হাত। অথবা


আমাকে তুমি, এই হানাহানি রক্তপাত থেকে তুলে ধরো,
ময়ূরের পেখমের মতো রংধনু দেশ কিংবা
বিস্তীর্ণ কুয়াশার মতো শান্ত কোথাও।
_ঈশ্বর বলল, মৃত্যু?
আমি যে খারাপ মানুষ,
তন্ময় বলেছে কাছে টানতে মৃত্যুকেও প্রেমিক হতে হয়
খারাপ মানুষেরও কি প্রেমিক থাকে?


হয়তো থাকে, দেবেই তো
জানি আমাদের জন্য নরকই বরাদ্দ, অথচ
অথচ সেখানেও! একই নিয়ম করে অনিয়ম, দীর্ঘশ্বাস-
রক্তপাত! আমি মানি না
এক্কবারে ভালো লাগে না।।
                      ২৬/৪/২০১৬......