দেখো চট্টগ্রাম; মনে পড়ে? উনিশশত একানব্বই!
তারপর ক্রমে...
বেশ ক'বার ঘুরে গিয়েছিলাম
ফলিন-হুদহুদ-শুশুকের পিঠে চেপে;
পুনঃঅহ্বান দিলে যে'ক্ষত ছুড়ে
তোমাদের দেয়া অবয়বে
রাবন চোখ মেঘ-কালকেশ পেয়ে-


তেড়ে তীরে ছুটছি অসীম হরজা-ই।
আমার গতিবিধি নিরূপণ করতে যেয়োনা,
এক পা দ্রাঘিমাংশে আরেক অক্ষাংশে ফেলে-
জগতের দশদিক চষে বেড়াই,আর উত্তাপ চুষে খাই।
ট্যারান্টেলা নৃত্যে টলতে টলতে দুলি,
গ্যালন-গ্যালন মদে চূর হয়ে ছুটি আর যা চোখে পড়ে
সঙ্গে নিই, পা'র তলায় রেখে পিষে যাই।।
                      ২১.৫.২০১৬.... (২.৩৮ দুপুর)