কষ্ট হলেও আজিজ দা বলে উঠল,
           "খাটিয়া প্রস্তুত কর!"
ফজরের নামাযের আগেই জানাযা হবে!
ঘটনাটা বলি শুন :
মধ্যরাতে আজিজ দা একাই বেড় হলেন
সহযোদ্ধা সন্ধ্যা থেকেই নিখোঁজ
পুরোদেশ সহ সিলেটেও চলছে জরুরি অবস্থা!t
গভীর ঘুম থেকেই আতকে উঠছে বাঙ্গালী
কড়া নাড়া শব্দ ও বুটের পায়তারা
কিছুক্ষণ পর পর গুলির শব্দ,অট্টহাসি
আমাবস্যার অন্ধকারে নগরবাসী হতচকিত
হামাগুড়ি খাচ্ছে ল্যামপোষ্ট গুলো
      সময়টা তখন রক্ত বিলাসের!!
জঙ্গলের একটু ভিতরে পোড়া বাড়িটায় অবস্থানরত
মুক্তিযোদ্ধা ক্যাম্পে-- প্রায় ৩.৩০ মি: হবে হয়তো
একটা শোক-মৃত্যু মৃত্যু গুমোট স্তব্ধতা নেমে এলো
বুক থেকে বেরুচ্ছে প্রতিশোধ-প্রতিশোধ! দীর্ঘশ্বাস টাইপ্
      কিছু কার্বন-ডাই-অক্সাইড
বসা থেকে দাড়িয়ে সকলে ঝিলের পাড় ছুটে গেল,
আজিজ দা এসেছে নৌকায় করে
হাজা-মজা ঝিলের কচুরিপানা-ঝোপঝাড় ঠেলে,
গুলিবিদ্ধ সহযোদ্ধার লাশ নিয়ে!
কষ্ট হলেও আজিজ দা বলে উঠল,
           "খাটিয়া প্রস্তুত কর!"
ফজরের নামাযের আগেই জানাযা হবে!!
                       ..........৬-১০-১৩