এক স্বপ্ন কুমারীর কাছে লিখা জ্বলন্ত যৌবনের
বেদনাময় মৌলিক ইস্তেহার........


আমার পত্নী হলে,
তোমাকে ভীষন কষ্টে পার করতে হবে জীবন
স্বামী বর্তমান তারপরে ও বৈধব্যময় শরীর
এক বিছানায় একাকিত্বের সহমরন।


আমার পত্নী হলে,
কৈশরের স্বপ্নগুলো ধূসর হবে হতাশার দ্‌হনে
সমাজে করতে হবে ভালো থাকার অভিনয়
শত উচ্চাসার পরে ও রাত্রি যাবে স্বামী বিহনে।


আমার পত্নী হলে,
চোখের জলের সাক্ষী হবে শুধুই বালিশ
ভালবাসার মাঝে ও চিরকাল যাবে অব্যক্ত অভিমানে
পারিজাত কাননে বসবাস তবু ও চারপাশে ছড়ানো বিষ।


আমার পত্নী হলে,
মধ্যরাতে কামনার অনলে দাহিত হবে যৌবন
চিরচেনা শরীর বিদ্রোহী হবে বার বার
নিষিদ্ধ কিছু প্রসিদ্ধ হয়ে গোপন আলিঙ্গন।


আমার পত্নী হলে,
সতীত্ব পরীক্ষার নামে করবো না জ্বলন্ত অগ্নিকুন্ডে নিক্ষেপ
শরীর নিয়ে হবে না নগ্ন নৃত্যের আসর,
একজনকে ভালবেসে বাকি চার জনের কাছে ধর্ষিত হ্‌ওয়ার আক্ষেপ।