যে কবির কবিতায় শুধুই উপজীব্য হয়
বসন্তময় জীবন, কামনার রস, পূর্ণিমার ভরা চাঁদ
ইহা কেবলি কল্পনার মিথ্যে বাসর সাজায়
বাস্তব জীবনের জন্যে তৈরী করা এক মহা ফাঁদ।


কবিতা হবে শোষিত মানুষের সংগ্রামের হাতিয়ার
কবিতা হবে মৌলিক অধিকার আদায়ের হাহাকার,
কবিতা হবে মেহনতি মানুষের বেঁছে থাকার অবলম্বন
কবিতা হবে সাম্যবাদ বিজয়ের গণ অন্বেষন।
কবিতা হবে পুত্র ফেরার প্রতিক্ষায় মায়ের বিনিদ্র রাত
কবিতা হবে সমাজতন্ত্র পূনোরুদ্ধারের জোরালো প্রতিবাদ।


উদরে যদি ভর্তি হয় রাশি রাশি খাবার
তবে ই তো আবেগী কবিতা করবে বিবেকের অপব্যবহার,
পুজিবাদি সমাজ ব্যবস্তায় বিত্তবানের বৈদেশিক
একাউন্টে জমা হয় শ্রমিকের কষ্টার্জিত অর্থ
সাম্যবাদি কবিতা হোক জাগরনের মূল মন্ত্র
আবেগী কবি ও কবিতা হোক মানবতার কাছে ব্যর্থ।


২৮.০৭.২০১৪