ভয়াল অন্ধকার হতে নিজেকে মুক্তির তরে
সহস্র যোজন অমানবিক পথ অতিক্রম করেছি
কিন্তু আলো কেমন চিনিনি।
শৈশব থেকে বিধাতার দু পায়ে মাথা টুকে
কপাল রক্তাক্ত করেছি
কিন্তু ঈশ্বরে বিশ্বাস করতে পারিনি।
সাবালিকাকে নিয়ে বস্তা পঁচা প্রেমের কবিতা লিখে
প্রনয়ের নামে মিথ্যে ফাঁদ একেছি
কিন্তু ভালবাসা কি বুঝিনি।
মানুষের কল্যানে নিজের বিবেককে সস্তা দামে
বার বার বিক্রি করেছি বাজারে
কিন্তু মানবতাকে খুজিনি।
শোষকের অর্থের মোহে করেছিলাম সামরাজ্যবাদের জয়গান
আমি এক অপার্থিব, বিচূর্ন কবি
কবরকে শয্যা ভেবে ভুলে ঘুমিয়ে পরেছিলাম।
১১.০৯.২০১৪