আমি আর কল্পনার প্রেম ছিল,
বাংলাদেশ ভারত সিমান্তের মত নির্দয়, নির্মম
রক্ত চক্ষুর চোখে পাহারাদারত্ব।


আমি আর কল্পনার প্রেম ছিল,
বেলচেরি সাপের মত বিষাক্ত
কোন স্নেইলের মত ভয়ংকর।


আমি আর কল্পনার প্রেম ছিল,
সিট্মহল আর রোহিঙ্গার মত উদবাস্তু, রিফিউজি।


আমি আর কল্পনার প্রেম ছিল,
থ্যালাসেমিয়া রোগীর মত বেঁছে থাকার
সকরুণ আকুতি, অপলকা বাসনা।


আমি আর কল্পনার প্রেম ছিল,
শয্যাগত অন্ধ পিতার একমাত্র পুত্র
বিয়োগের মত তিব্র হাহাকার।


আমি আর কল্পনার প্রেম ছিল,
ঘাতকের বেয়নেটের মত ধারালো, আত্বঘাতি।
আমি আর কল্পনার প্রেম ছিল,
মিসাইলের মত ধ্বংসাত্বক, সভ্যতা বিনাশময়।


আমি আর কল্পনার প্রেম ছিল,
কুমারির গর্ভাবস্থার মত গোপন, অবাঞ্ছিত।
আমি আর কল্পনার প্রেম ছিল,
নবজাতকের মাঢ়ির মত নিষ্পাপ, বিশুদ্ধ।


২০.০৩.২০১৫