কোন এক শ্রাবনের পড়ন্ত বিকেলে ভেজা মেঘের মত
আবরণ নিয়ে নীল শাড়ি পরিহিত এক সাবালিকা
আমায় বলেছিল" তোমাকে আমি ভালবাসি,
তোমার পরশে সিক্ত হতে চাই আমার দেহ মন,
জীবনের সব কটি পথ হাটতে চাই তোমার পাশাপাশি"


মেঘের আড়ালে উদিপ্ত সূর্যের মত বক্তিতার
ঢঙ্গে আমি তাকে শুধালাম,


তোমাদের ভালবাসা গতানুগতিক দাম্পত্যে শেষ হয়,
স্বার্থের নিষ্ঠুর ছায়ার আড়ালে নির্বাপিত হয়
যৌবনের উচ্ছাসার সবকটি সোপান,
চিন্তার আসর মাতিয়ে রাখে চিরাচরিত সংস্কার
হ্রদয়ে নদীর মত আবেগের স্রোত বহমান।
তোমরা হাতের বেড়িকে সাঁখা ভেবে
আদি অনন্ত কাল হতে করে যাচ্ছ পুরুষের জয়গান,
পতি ভক্তির তরে সমাজের নিষ্ঠুর অত্যাচারে
কেবল নীরব থাকে তোমাদের মন প্রাণ।
যদি আমাকে ভালবাস তাহলে তোমার চিন্তা চেতনার
পুরনো দোয়ারে করতে হবে কুঠারের করাগাত,
নিষ্ঠুর ধর্ম আর অত্যাচারী সমাজের সংস্কার ভুলে
প্রচলিত নিয়মের বুকে ঝরাতে হবে রক্তপাত।


মেয়েটি আর কিছু ই বললো না
নীরবে চলে গেল,
হয়তো আমাকে পাগল ভেবেছে নয়তো দার্শনিক
পাগল হয়েছি বার বার হতে পারিনী প্রেমিক।


২৩ মে ২০১৪