সাবালিকা আবার কথা হবে,
মুঠোফোন কিংবা রেস্টুরেন্টের আবদ্ধ ঘরে নয়
কথা হবে রাজপথে হাজারো স্লোগানে স্লোগানে,
দিন আসে রাত যায় কালক্রমে শাসক পাল্টায়
কিন্তু তাদের শোষনের মাত্রা নাহি বদলায়,
দেখ শোষিত মানুষ থাকিয়ে আছে আমাদের পানে
প্রতিবাদে উত্তাল হবে রাজপথ জাগবে জনতা
সমাজতন্ত্র পূর্নরুদ্ধারের তরে ছুটে যাব বিবেকের আহব্বানে।


সাবালিকা আবার দেখা হবে,
হয়তো থাকবে না বৃষ্টি স্নাত কদম বা শিউলির সৌরভ
নয় কোন কুয়াশা মাখা ভোরে কিংবা গৌধূলি ক্ষণে,
দেখা হবে কোন অরন্যে গেরিলা হয়ে লুকিয়ে আছি
হাতে মরনাস্ত্র বুকে সাম্যবাদ নয়তো কোন রণাঙ্গনে।
হয়তো আমাদের ধ্বংসের জন্যে শোষক লেলিয়ে দিবে
হাজার কুকুর বাহিনী, বরাদ্ধ হবে আজস্র যুদ্ধ যান
আমরা মৃত্যুর শখে হয়েছি মৃত্যুঞ্জয়ী, আদর্শে অটল
উড়লে উড়াক মাথার উপর কয়েকটি বোমারু বিমান।


সাবালিকা আবার দেখা হবে কথা হবে কিন্তু
আমরা নয়, বিদ্রোহ আমদের বিদায়ের সুর গাইবে।


১১.০৭.২০১৪