এক নির্মল প্রাণবন্ত সকাল
একটি কালো লোহার রড
মৃত্যু যন্ত্রনায় কাতর কিশোর রাজন
মুক্তির ব্যর্থ আবেদন
কিছু পুরুষের পৈশাচিক উল্লাস
পরিকল্পিত অত্যাচার,
কিশোরের করুন আর্তনাদে বাতাস ভারি হয়
মনুষত্ব আড়ালে মুখ লুকায়
মানবতা পালিয়েছে ২০ মাইল দুরে
রাজনকে খুন করা হল
টিক যেন বেয়নেট দিয়ে খুচিঁয়ে খুচিঁয়ে।


কি অপরাধ ছিল রাজনের?
তার ক্ষমার অযোগ্য অপরাধ, সে গরীব
সে মানুষ নয়
শোষক, দালাল, লুটেরা ক্ষমতার মসনদে বসে
গনতন্ত্রের নামে দেশকে ভোগ করে
রাজনরা খুন হয় গুম হয়।


আজ বাংলার মানচিত্রে আবার যোগ হল
এক গরীব কিশোরের অন্তিম আর্তনাদ
রাজনতো বেঁছেই গেল
আমরা ও হাটছি তার পথ ধরে
আমরা ও রাজন হবো একদিন
এই নির্দয় সমাজ ব্যবস্থায়, সোনার বাংলায়।


১৩.০৭.২০১৫