টকটকে লাল গোলাপের পাপড়ি হতে
ফোঁটায় ফোঁটায় ঝরছে বিষাক্ত রক্তরস
বাংলামদের কটু গন্ধ নয়, বারুদের
ঘ্রণে ভারি করেছে অপরাধী বাতাস,
ওগুলো কাঁটা নয় শাণিত বেয়নেট
সবুজ পাতা মুড়ে তৈরী করা হচ্ছে
এক নির্মম আত্বঘাতী গ্রেনেড।


প্রিয়তমা, তুমি ভুল করে সামরাজ্যবাদের মত
উগ্রপন্তির হাতে তুলে দিয়েছ গোলাপ
তুমি অপরাধী, ফুলের হত্যাকারী
পেটে ক্ষুধা,
মনে আমার ধ্বংশের বিষ ফোঁড়া
এই হন্তারককে কেন দিলে গোলাপের তোড়া?


ফুল গুলোকে যত্ন করে বাগানে সাজিয়ে দাও
মনে সাম্যবাদ, হাতে মরনাস্ত্র তুলে নাও।


১৬.০৬.২০১৫