কবি ও কবিতার বড় সংকট, দু;সময় এখন
নগরীর কবিতা সব পতিতার চুম্বন
কবিরা হয়েছে এক একজন বেশ্যার দালাল,
নর মাংসের তুফান চলে কবিতার ছন্দে
সাম্যবাদি কবিতা আতুর ঘরে নীরবে কান্দে।


পাঠকের লাইব্রেরীতে জমা হয় দুর্লব প্রসাধনী
বিবেক বিকিয়ে মহা খুশি কবির প্রিয় ভাষিণী
কবিতার ডায়েরিতে জমেছে ছোপ ছোপ রক্তের দাগ,
কলম হতে কালি নয় ঝরে অর্থের অহমিকা
এই ক্রান্তিক্ষণে তোমার ও কি তবে নীরব ভূমিকা?


১১.১২.২০১৪