এক প্রতারিত নারীর বজ্রকথন


পরের জন্মে বয়স যখন ষোলোই সঠিক
তোমায় তখন কাছে পাবো
মনে থাকবে?


বুকের মধ্যে প্রতিশোধের দহন থাকবে
শত প্রতিক্ষার প্রহর শেষে
কাক ডাকা ভোরে বসবো দু জন।
পুরুষাঙ্গে ইট বেঁধে গলায় ঝুলাবো মজুতোর মালা
হঠাৎ তোমার কপোল বেয়ে চোখের জল গড়াবে
চটি কবি সব মুখ লুকোবে
তখন আমি চুপটি করে দু চোখ ভরে থাকবো
চেয়ে
মনে থাকবে?


এই জন্মের প্রেম নামের শরীর ভোগ
পরের জন্মে চুকিয়ে দেব
এই জন্মের লিঙ্গের অহংকার পরের জন্মে থাকে যেন
এই জন্মের খেলুরে হাসি পরের জন্মে থাকে যেন
মনে থাকবে?


এই জন্মতো কেটেই গেল অপমান আর অপবাদে
পরের জন্মে মেয়ে নয় মানুষ হবো
তোমাদের মুখোশ খুলে দিতে
মানুষ হবো ই মিলিয়ে নিও
মনে থাকবে?


কবি আরণ্যক বসুর মনে থাকবে? কবিতা অবলম্বনে লিখা