বঙ্গমাতার কোলে বাঙ্গালরা সুখেই আছি বেশ(?)
অত্যাচার, শোষনকে ভাগ্যের প্রাপ্তি ভেবে
মৃত্যুর উৎসবে ও বিনোদন খুঁজি,
সুযোগ বুঝে বউ- গণিকার শাড়ি খুলি
বছর বছর গর্ভবতী করে পুরুষত্বের বাহবা জোগায়
আমরা বীর বাঙ্গালী জাতি!


শহীদের রক্ত শুকিয়ে হয়েছে সিফিলিসের পুঁজ
সংগ্রামি চেতনা গুলো আজ পণ্যের বাজার
ধর্মের ফতোয়ায় নুয়ে থাকে সত্যের নীতি,
এই হিংস্রতার মাঝেও বেঁছে থাকে
কিছু সাহসী মানুষের আপোষহীন পদক্ষেপ।
এই বঙ্গে বিলুপ্ত প্রায় ফুলের মত কমছে তারা
মৌলবাদের চাপাতি শাণিত হয় সত্যের রক্তে।


যদি রাষ্ট্রের দোষ দেখাও তবে হাস্য
মুখে অপেক্ষমান খুন, গুম, ক্রসফায়ার
যদি ধর্মের ভুলগুলো তুলে ধরো তবে
চাপাতি হয়ে উঠবে জিহাদের নিশান।
সিরাজ মরে, আজাদ মনে, অভিজিৎ মরে
বেঁছে থাকে দালাল, বেজন্মার পাল।


০৪.১১.২০১৫