আর সব করতে পারি
কিন্তু কবিতা ছাড়তে পারবো না, পারবো না
বুকের পাজর দিয়ে বানাতে পারি
আবাদহীন ভূমি কষর্নের নাঙ্গলের ফলা,
প্রতি শিরা ধমনিতে প্রবাহিত করতে পারি
হেমলক বিষ, বিষময় হবে ধরা।
উদ্মাদ সিংহের শরীরে বসাতে পারি মরন কামর
সলিটারি সেলে অনন্ত কাল অসর্য্য অত্যাচারে
হাসি মুখে করতে পারি সুখের বাসর,
তবু কবিতা ছাড়তে পারবো না, পারবো না।


ফায়ারিং স্কোয়ার্ডে বিন্দু পরিমান আক্ষেপহীন
এগিয়ে দিতে পারি প্রিয় শরীর,
দেশদ্রোহী তখমা নিয়ে ছাড়তে পারি স্বদেশ
ক্রসফায়ারের হুলিয়া জারি হোক
সদা উন্নত মস্তকে নিতে পারি গেরিলার বেশ।
পুরুষাঙ্গে পেট্রোল ভরে দিতে পারো
বেয়নেটে কুচিয়ে শরীরে লেপে দিতে পারো মরিচ গুড়া,
খান সেনার চেয়ে ও বেশি নির্মমতার হোক সূচনা
তবু কবিতা ছাড়তে পারবো না, পারবো না।


গ্যংগ্রিনে আক্রান্ত সোনালী অতীতকে
যুক্তির অস্ত্রোপাচারে কেটে বাদ দিতে পারি,
অনাহারে মৃত সন্তানের লাশ কোলে নিয়ে
লিখতে পারি সাম্যবাদের মৌলিক ইস্তেহার।
কবিতা আমার পবিত্র বাইবেল
সংগ্রামী চেতনায় ক্ষমতা লাভের রাইফেল
কবিতা আমার শোষনের বিরুদ্ধে প্রতিরোধের চেতনা
সমাজতান্ত্রিক একনায়কত্ব স্থাপনের অনুপ্রেরনা,
কবিতা আমার বেঁছে থাকার মহান সংবিধান
বিজয় উল্লাসে দ্রোহের জয়গান।


১৮.০৬.২০১৫