আমি কমিউনিস্ট নয়
মার্কস, লেনিনের নাম শুনেছি মাত্র
তার অধিক জানার প্রয়োজন মনেও করিনি,
গ্রহন্থ সঙ্গমে কাটিয়েছি কৈশোর - যৌবন
কমিউনিস্ট পার্টির ইস্তাহার, দ্যা ক্যাপিটালের
একটি লাইন পড়েও দেখা হয়নি.


যখন আমি মৌলিক অধিকারের কথা বলি
আমার ক্ষুদার কথা বলি
রাষ্ট্রের শোষনের কথা বলি
গনতন্ত্রের ভন্ডামির কথা বলি
তখন কিন্তু কমিউনিস্টের সাথে মিলে যায়
যদিও আমি কমিউনিস্ট নয়।


লাল বই থেকে দূরে থেকেছি
শ্রেণী শত্রু খতম, গ্রাম দিয়ে শহর ঘেরাও
কল্পনার মত মনে হতো,
বন্দুকহীন শান্তির পৃথিবী চেয়েছিলাম।


যখন আমি টিকে থাকার সংগ্রামে লিপ্ত হয়
শোষনের কালো হাত ভেঙ্গে দিতে চাই
আমার প্রাপ্য ছিনিয়ে নিতে চাই
প্রতিপালকহীন সাম্যের পৃথিবী চাই
তখন কিন্তু কমিউনিস্টের সাথে মিলে যায়
সেই কমিউনিস্টকে কাছে পায়
যদিও আমি কমিউনিস্ট নয়।


সময়ের দাবিতে সবাইকে কমিউনিস্ট হতে হয়
বন্দুকের নলে ক্ষমতা অর্জন করতে হয়।


২৫.১১.২০১৫