যে কবি শুধুই ভালবাসার অমৃত আস্বাদনে
ব্যস্ত ভীষন নগ্ন জীবনের ভগ্ন পরিসরে,
শোষন যখন সমাজকে আচ্ছাদিত করে
কবিতা তখন ক্লান্ত প্রায় সঙ্গমের বিহারে,
আমি সেই কবি আর কবিতাকে ঘৃণা করি।


যে স্রোতা বিরহের গানে মুগ্ধ,
বিদ্রোহ আসন্ন জেনে ও যার হ্রদয় কপাট
প্রিয়ার ভাবনায় চিরতরে রুদ্ধ,
আমি সেই স্রোতা আর প্রনয়কে ঘৃনা করি।


যে শিক্ষক তার ছাত্রের অন্তরে
অঙ্কুরিত করতে নারাজ সাম্যবাদের বীজ
আমি সেই শিক্ষক নামের ভক্ষককে ঘৃনা করি।


আমি আমার ভিতরের মানুষটাকে জাগাতে চাই
আমি মানবতার কথা বলতে এসেছি
বিদ্রোহের কথা বলতে এসেছি,
প্রনয়ের মিথ্যে প্রহসনে স্বপ্নের বাসর
সাজাতে আমি আসবো না কোন কালে।


১০.০৬.২০১৪