কি হবে কবিতা লিখে?
শব্দের পিটে শব্দ জুরে দিয়ে
কল্পনার অনাবাদি ভূমিতে মিথ্যে স্বপ্ন বুনে?


কবিতা কি পারে অনাহারির মুখে আহার দিতে
শ্রেণীহীন সাম্যবাদি সমাজ প্রতিষ্ঠা করতে?
কবিতা কি কৃষকের কষ্টের কথা বলে?
শ্রমিক শোষনের কথা বলে?
কবিতা এখন মাংসের পাহারাদার
অর্থের গোলাম,
সার্থের দোয়ারে ভিক্ষুক সেজে তোষামুদে
কবিতা প্রসব করে বাহারী আঙ্গিকে।


এক একটি প্রকাশনী
সফল কবি তৈরীর কারখানা,
কবিতা এখন কুরুচিপূর্ণ কাব্যিক গালাগালি
কবিতা করে সুনাম আর শোষকের দালালী।


কবি রফিক আজাদ লিখেছিলেন-
"ভাত দে হারামজাদা, না হয় মানচিত্র খাবো"
কবিদের এখন ভাতের অভাব হয় না
মানচিত্র নয় কামচিত্র ভক্ষণে ব্যস্ত ভীষন।
শরীর ও ভালবাসার বড় অভাব একুশ শতকে
সবাই তাই প্রেমের কবি, আধুনিক কবি।