মানুষতো ঘুমিয়ে আছে, তবে ভয় কি!
ঘুমের ভিতর নিরন্তন হেটে চলছে
চাকরি করছে
রাতে দিনে জমাচ্ছে রতিক্রিয়া,
বছর বছর পোয়াতি হচ্ছে সধবারা
বিধবা- কুমারী ফেলে দিচ্ছে অবৈধ ভ্রুণ।


স্বভাবগত তৎপরতায় কয়েকটা কুকুর ডেকে
চলছে ঘেউ ঘেউ করে
শব্দ হাকিয়ে ছুটে যাচ্ছে র্যাবের কালো ভ্যান
আবারো একটা বা কয়েকটা ক্রসফায়ার হবে,
বৃদ্ধ মায়ের বুক খালি হবে
সন্তানরা নিজ ভূমে শরণার্থী হবে
কিছু সত্যের অকাল কবর মাথা তুলবে।
পত্রিকার শিয়ালগুলো বড় বড় হরফে প্রেসনোট ছাপবে-
বন্দুক যুদ্ধে ডাকাত নিহত
পালানোর পথে উগ্রপন্তি নিহত।
মানুষতো ঘুমিয়ে আছে, তবে ভয় কি!


রাস্তার পাশে মরা ব্যঙ্ঘের মত উপুর হয়ে
শুয়ে আছে, এরা কারা?
নিশ্চয় কাল রাতে কোন বস্তি উচ্ছেদ হয়েছে
ওরেব্বাস, এতো দেখি আমাদের গনতন্ত্র
সারা শরীরে চেপে বসেছে রাষ্ট্রযন্ত্র।
চুপ চুপ কেউ কথা বলো না
এখানে গনতন্ত্রের মহড়া চলছে,
শুয়ে বসে নাটক দেখে যাও
ভোট বক্সে জমা করে দাও অপ্রাপ্তির দরপত্র
গণনা শেষে "ভি" চিহ্ন দেখাবে নেকরের দল।
কোন এক বাম নেতা দাঁতের পাটি বের করে বলবে
" গনতন্ত্রের বিজয় হয়েছে"


৩১.০৩.২০১৬