ছত্তিশগড়ের গহীন অরণ্য হতে বের হচ্ছে কয়েকটা লাশ
জাতীয় পতাকায় মোড়া দুজন নিহত পুলিশ সৈন্য,
যারা ছিল জঙ্গলের অভিশাপ
আধিবাসী নারী ধর্ষণের বীর নায়ক
হত্যা আর লুন্ঠনের অগ্রগন্য শিরমনি,
রাষ্ট্র যন্ত্রের ব্যবহৃত কামানের খাদ্য
ক্ষমতা কুক্ষিগত করার মানব ঢাল।


পর পর আনা হলো তিনটি লাশ
শিকারির বিজয়স্মারক
বাশেঁর সাথে কব্জি ও গোড়ালি বাধা মাওবাদীর মৃতদেহ,
লাশ নাকি ঝলসানো মাংস পিন্ড ঠিক বোঝা গেল না!
বুলেটে ঝাঁঝরা শরীর
চোখ গুলো তুলে নেয়া হয়েছে বেয়নেটে খুছিয়ে
যে চোখে ছিল দিন বদলের লাল আভা
শোষন নিবারণের লৌহ চুল্লি,
তেতলানো হাতের প্রতিটি আঙ্গুল
যে হাত দালালী করতে জানতো না
জানতো ভূমি রক্ষায় অস্ত্র তুলে নিতে,
পরিকল্পিত অ্যামবুশ নাকি ক্ষোভ?


কি হয়েছিল সেই জঙ্গলে?
কি হচ্ছে সেই জঙ্গলে?
কেন শান্তির অরন্যে আজ লাল সন্ত্রাস?
সঠিক কারন আমরা কখনোই জানতে পারবো না
অগনিত লাশের সাথে সত্যের ও কবর হয়ে যায়
মিডিয়া রোপন করে মিথ্যে আর দালালীর বিষবৃক্ষ,
রাষ্ট্র যা শোনাবে আমরা তা শুনে
হাত তালি দিতে বাধ্য।


০৪.০৫.২০১৬