ঘরের বাইরে না গেলে দেখা হয় না
বিস্তৃত সূর্যাস্ত-সূর্যোদয়,পূর্ণিমার পূ্র্ণ প্রকাশ,
প্রকৃতির অবারিত আবহ ।
জানা হয় না প্রতিবেশীর মেজাজ-মর্জি
পালিত হয় না সামাজিক কর্তব্য,-
পৃথিবী যেন বন্দি হয়ে থাকে
চার দেয়ালের অন্ধসীমায় ।
শুধু বন্ধ ঘরের নিঝুম কবরে বসে
আমি তোমাকে দেখতে পাই-
আয়নায় নিজেকে দেখার চেয়েও বেশি,
তখন আমার ছোট্ট ঘরে কোনো দেয়াল থাকে না-
বাধার পর্বতগুলো ভেঙ্গে যেতে যেতে
সহাস্যে বিলিয়ে দেয় মাঠের উদারতা,
'দূর' বলে কোনো শব্দ থাকে না
নিজস্ব অভিধানে ।
সব না পাওয়ার নিবিড় দুঃখ প্রিয়ফুল হয়ে
সুগন্ধে মৌ মৌ করে জঞ্জালভরা স্তব্ধ বাগানে,
একাকীত্মের নিরবতা ফেঁটে চৌচির হয়
কাচের চুড়ির মতো অজান্তে ।
আমার সংকীর্ণ ঘরে তোমার আলোয়
পৃথিবীর শ্রেষ্ঠতম শান্তিসভা বসে
উজ্জ্বল,অপরূপ....
আমার ঘর যেন কাঙ্ক্ষিত তীর্থ এক-
অনাদি কালের অনন্ত বহতা নদীর
অভিজ্ঞতার গৌরব --।