মন ভালো নেই ,
মন ভালো নেই বলে
অসমাপ্ত কবিতারা সারি ধরে
দাঁড়িয়ে থাকে দরগার বিকলাঙ্গ
ভিখিরিদের মতো
আমার লেখার খাতা জুড়ে !


মন ভালো নেই তাই
আনন্দকে দিয়েছি ছুটি,
নাইওর এসেছে বিষাদ-
ওকে নিয়ে সারাদিন মগ্ন থাকি,
হৃদয় মেলে কাটাকুটি খেলি !


মন ভালো নেই বলে
বৃষ্টিতে বাজে না নূপুর,
শুনি চাপা আর্তনাদ মগ্ন প্রহর জুড়ে,
বাতাসের ফিসফিসানি কী যে সব
করুণসুরে করে আলাপন-
আপনি ঝরায় চোখের পানি !


মন ভালো নেই তাই
বাগানে ফোটে না তো ফুল
বন্ধ্যা জমি করে আহাজারি,
মরা মাছের পেটের মতো
ভেসে থাকে সাদা চাঁদ-
ম্লান জোসনায় হাঁটে শবের মিছিল,
আমি শুধু চোখ মেলে চেয়ে থাকি !