নদীকে খুব জিজ্ঞেস করতে ইচ্ছে হয়ঃ
ওগো নদী, কে তোমাকে বাঁক নিতে বলে ?
বাঁক নিতে নিতে তুমি
কোথা থেকে যে কোথায় সরে যাও-
নিজে কি জানো ?


বাঁক নেয় মানবজীবনওঃ
কখনো সুখে,কখনো বা দুঃখে,
সুখের বাঁকে অজস্র সঙ্গী-
কত না হাসিমুখে অভিনন্দনের
গোলাপমেলা !
আর দুঃখের বাঁকে ?
সঙ্গীবিহীন তিমিররাতে
একলা পথিক বিশ্বাসহারা...


মানুষ বড়ো একা –জানো ?
দুঃখে মানুষ বড়োই একা !
ঠিক একলা চলা নদীর মতো,
বেঁচে থেকেও শত আত্মাহুতি
দেয় যে মানুষ লুকোতে তার
বুকের ক্ষত !