(সড়কদূর্ঘটনায় স্বামী-সন্তানসহ নিহত আমার বান্ধবী তাহেরা চৌধুরীর অমলিন স্মৃতির উদ্দেশে-)


আমার অনুভূতির সুখের ঘরে
শুয়ে আছে বিষণ্নতা ,
কষ্ট নামের কালো মেঘে
আকাশ ছাওয়া বজ্র-শিলা,
গুমোট হাওয়া মায়ের মতো
জড়িয়ে আছে শূন্যতাকে ।


আমি কেবল বসে আছি
স্মৃতির পালে নৌকো ছেড়ে,
আমার চোখে অতীতসময়ঃ
অনুভূতির সুখের ঘরে
ভালোলাগা ফুলের সুবাস...


সুখের সেতু আর টেকে না
ভরসমুদ্রের ওপর দিয়ে,
ইচ্ছেপাখি আর ডাকে না
নীল আকাশে স্বপ্ন দেখে,
অনেক কিছুই বদলে গেছে
হারিয়ে গেছে তোমার সাথে...


মৌনতার এ অভিধানে
একটিমাত্র শব্দ আমার আছে আজো-
শূন্যতা,সে শূন্যতা -!