এতটা বয়স পেরিয়ে এলাম, তবু
মানুষ চেনা হলো না আমার,
মুখোশের ভিড়ে খুঁজে পাইনা
মানুষের মুখ।
দৃষ্টির গভীরতা আমাকে বড়ই কষ্ট দেয়,
আঁতকে উঠি দেখে-
পরিচিত মানুষের দু্র্গন্ধময় কুৎসিত রূপ !


বিবমিষা হয়:
হায়- কেন যে মানুষ হয়ে জন্ম নিয়েছিলাম
কেন যে-----!