সেই কবে এক জ্যৈষ্ঠের সন্ধ্যারাতে
চোখ মেলে দেখেছিলাম আমিঃ
প্রথম আলোয় প্রথম দেখা,-
নিজেকেই ।
সেই শুরু, তারপর থেকে সবার অলক্ষ্যে
সবকিছুর আড়াল ছিঁড়ে
আমি নিজেকেই খুঁজি
নতুন নেশায় ।
ঘুমে -জাগরণে, ধ্যানে-কল্পনায়
আমার নিত্য সহচর-সে আমার 'আমি',
গভীর দৃষ্টি ফেলে নিবিষ্ট ঋষির মতোন
আমি চেয়ে থাকি নিজের অন্তর খুলে,-
পড়ে যাই পাতার পর পাতা রুদ্ধশ্বাসে ।
অথবা অবাক বিস্ময়ে দেখি-
জাগতিক সবকিছু আর আমার অন্তর মিলেমিশে
একই সুরে গায় গুণগান
একই স্রষ্টার !


আমি তো শুধু নিজেকেই দেখি,
সেই কবে এক জ্যৈষ্ঠের সন্ধ্যারাতে
চোখ মেলে দেখেছিলাম আমিঃ
প্রথম আলোয় প্রথম দেখা -
নিজেকেই ।