বিভ্রান্তির জালে জড়িয়ে গেছি কবে
ঘুমে-জাগরণে, মিথ্যে কল্পনায়।
মিথ্যে স্বপ্ন, মিথ্যে ধারণা
জীবনভর ভুলপথে চলা-
এ কেমন বিশ্বাসে স্থিতি তোমার ?
মাথার ওপরে নড়বড়ে ঘর
পায়ের নীচে কাঁপছে মাটি,
আর কতো ওড়াবে আকাশে
রঙিন ফানুস !
বলো, আর কতো থাকবে বসে
ত্রাণকর্তার অপেক্ষায় ?
এবার হা্তুড়ি-শাবল হাতে তোলে নাও
নিজের ঘর নিজেই করো মেরামত,
শক্ত করে ধরো বিশ্বাসের দৃঢ় দু'হাত,
মাংস-মজ্জা থেকে খুঁটে তোলো
ভনিতার চোরকাঁটা,
যাপন করো শুধুই মানবজীবন
মানুষের কাঙ্ক্ষিত শ্রেষ্ঠ জীবন ।