যে পাপ করেছি বলে সচেতন আছি,
বার বার তওবার দ্বারে তাই
মাথা কুটে মরি ,
আর যে পাপ আমার জানার বাইরে
করেই যাচ্ছি যুগ যুগ ধরে-
লোভ-হিংসার বশবর্তী হয়ে
অথবা অহংকারে অন্ধঃ
হক নষ্ট করে যাচ্ছি মানুষের,
তার ও বেশি মহান প্রতিপালকের...


ক্ষমা চাইনি কোনোদিন কারো হাত ধরে,
অনুশোচনায় ব্যাকুল হইনি সেজদায়
কেঁদে কেঁদে-!
মিথ্যে অহংবোধ আমাকে নিজের দোষ
খুঁটে খুঁটে বের করতে দেয়নি,
অন্যেরটা দেখেছি ভালোমতোই,
সমালোচনায় হয়েছি মুখর...


আজ অস্তগামী সূর্যের সাথী আমি
পেছনে তাকিয়ে দেখি-
থোকা থোকা আঁধার ঝুলে আছে
জীবনের বাঁকে বাঁকে !
কখনো আলো জ্বালানোর চেষ্টাও করিনি
ভুলে-।


জেনে কিংবা না জেনে যত করেছি গুনাহ,-
সব তুমি ক্ষমা করো ওগো দয়াময় !
জীবনের বেলাশেষে এ আমার
শেষ অনুনয় -!