কোনো নেশাই আমাকে ধরে রাখতে পারে না
বেশি দিন,
পাকা আমের মতো বোঁটা ছিঁড়ে
টপ করে ঝরে পড়ি নীচে ।
ফের সেই ঝুলে থাকা সময়ের মাপজোখ
দর্জির মতো সন্তর্পণে কাঁচি দিয়ে কাটাকুটি,
নয়তো নির্লিপ্ত চেয়ে থাকা আকাশ পানে-।


নেশাখোর মন আমার নতুন নেশার খোঁজে
তরুণ পর্বতারোহীর মতো সজাগ,
হাতড়ে ফেরে মনোযোগের তাবৎ
ওয়েবসাইটঃ
আমাকে কিছু নতুন নেশা দাও
নতুন নতুন নেশা ...
কাজের নেশা কিংবা অকাজের,
নিজেকে ভুলিয়ে রাখার নেশা-।


নেশা আসে,নেশা যায়
আমার ছায়া প্রলম্বিত হয়,
গোধুলির গান সুর ফেলে যায়
মনের আঙিনায়ঃ
যদি নেশা কেটে যায়-যাক,শুধু
আমার দেহে-মনে লেপ্টে থাকুক
একটি নেশা-তোমায় পাবার আকুলতা,
তোমার ভয় আর ভালোবাসায়
সিক্ত থাকার প্রবণতা...