থাকে না কিছুই হাতে কিংবা চোখে স্থির,
হারিয়ে যায়,ফুরিয়ে যায়
না হয় অগোচরে চলে যায় ।
অনেক চেনামুখ আড়ালে মিলিয়ে যায়-
মুখের আদল তবু ভেসে ওঠে অন্য মুখে,
সে মুখে অন্য কাহিনী দোলে
সে চোখে অন্য ভাষা !


হিসেব মেলাতে গিয়ে বার বার
অন্যমনা,উদাসীন সময় কাটানো ।
চাঁদের উপমা খুঁজতে গিয়ে
পেতলের শূন্য থালা চকচক করে
বলে দেয় নিজের পরিচয় ।


তবু চেনামুখ অচেনার অন্ধকারে
দূ্্যতি ছড়ায়,
চেনাপ্রেম ফুলটি গুঁজে দেয় অন্য খোঁপায় !