বসন্ত আসিবে কভু


চারিদিকে যখন শীতের রিক্ততায় উঠিয়াছে ভরিয়া
ঠিক তখনি কি করিলো দেখ না  বসন্ত আসিয়া।
কান্নাভেজা চোখে যখন বলিতে চাহিবে কভু,
আজকে আমার আসিয়াছে দুর্দিন,সবকিছু যে অপূর্ণ।
তখন আমি একটু ভাবিবো, মুখে রাখিবো হাসি তবু
বসন্ত যে আসিবে একদিন, তোমায় করিতে পরিপূর্ণ।
কুয়াশারা এসে যখন চারিদিকে ঘিরে বলিতেছে সব শেষ,
তখনি দেখিবে সেথায় আলোরা হেসে করিতেছে প্রবেশ।
গাছের সবুজ পাতার মতো ঝরিতেছে তোমার স্বপ্ন
হঠাৎ দেখিবে ফুলেরা সবে আসিতেছে,তোমায় করিতে র্পূণ।
মেঘেরা যখন চারপাশটাকে করিবে অন্ধকারে ভরা
ঠিক তখনি আসিবে সূর্য, করিতে আলোকিত ধরা।
সবকিছু হারিয়ে শূন্যতাকে নিয়ে বসিবে যখন একলা,
আসিয়া সেথায় বসিবে যে ফুল-পাখিদের মেলা।
শীতের রিক্ততায় ধরিয়াছে তোমায়,মুখে রাখো হাসি তবু
মনে রেখ তোমার জীবনেও বসন্ত আসিবে কভু।