এখনো শুনি ধূলিকণা সুরে-
পৌষী শীতের কান্না!
হঠাৎ কানে বেজে উঠে কথা-
আর নেবো না, আন্না!
মনে পড়ে সে গোলগাল চোখে-
শীতার্ত কাঁথায় মুখটি,
ধীমান ঠোঁটে কবে হবে ভোর-
আশীতে কাটিবে রূপটি!
দু'তিন প্রহর গিলে খেয়ে নেয়-
আনকোরা সে বিদ্যে!
সারমেয়র ডাকে প্রহর ফুরায়-
ধরে রাখা কার সাধ্যে?


এখন সে প্রহর বিষন্ন হয়-
বাঁধ দেখে ঐ স্রোতে,
আর জাগে না কোকিলা ইচ্ছা-
রাত কাটে না শীতে!
দেখা হয় না চোখ দুটি আর-
হিসেব হয় না প্রহর,
বালির বাঁধ ভেঙে পড়েছে ঘাটে-
গড়েছে দালান শহর!
আশীবিষ আজ প্রতিভাত হয়-
ঠোঁটে তামসিক কাঁটা!
দক্ষ হওয়া বিদ্যা আর জ্ঞানে-
টান পড়েছে কি ভাটা?


.
২৯/০১/'২১
লামাবাজার, সিলেট।