চব্বিশ বছর পরে কোনো এক গোধূলি
রঙ ছড়ায় জল যমুনার পাড়ে, তবু তুমি
চির দিন  গল্প ভূবণে, যত ঋন কত দেনা
মানুষ পারে নি,স্বপ্নরা ছুটেছে কালস্রোতে
পাথর টুকরো ভুলেনি কভু পৃথিবীর প্রেম
দ্বায় মুক্তির জীবনে ফেরে কী ভালবাসা?


যুগল পথচলা ইতিহাস নেইতো ভূগোলে
প্লেট ভাঙ্গা দস্তরখানা শুধু বিপর্যয় বিশ্বে
যদি সময় তিথিডোরে জোৎস্না আল্পনায়
ফিরে এসে নিয়ে যেত অনন‍্য মধু ডিঙায়।
কালের অদিষ্ঠ হাতে বিচূর্ণ আশার শৈলী
তবু এতো বছর পরে তুমি চেতনার ঝিল্লী।