আজ নয় কাল এসো
জোছনার স্নানে ভেসো
কালকে একটু এসো
উবুক নদীতে ভেসো
কালকে উড়াবো ঘুড়ি
নাচবে ঝুমকা চুড়ি
হরিণী নয়না নারী
মধু ছম্ ছম্ হাড়ি।।
আজকে তিমির রাত
নেই যে জোছনা চাঁদ
নদীতে নেমেছে জ্বর
মনের মেলায় ডর !
আজকে না হবে কাল
কী আদিরসে মধু তাল



হেমন্তের হিম


হেমন্তর হিম ছড়িয়ে
বৃষ্ঠি এলো আজ,
কৃষানের নিড়ানি দেয়া
বন্ধ হলো কাজ।


মাঠে গরু চরছে না যে
গোয়াল ঘরে রাখা ,
পাখিরা উড়েছে না যে
ভেজা ওদের পাখা ?


শেয়াল ডাক শুনছি নাতো
ঘেপটি মেরে আছে?
পদ্ম  পাতায় বৃষ্টি পড়ে
হাঁসগুলি যে ভাসে।


ঝিরি ঝিরি বাতাস,আর
বৃষ্টি গুরু গুরু,
হিমকুহেলীর রঙ ছড়িয়ে
হেমন্ত যে শুরু।