অনন্ত বিরহ তোমার,আমার নীলাকাশ
ধেঁয়ে আসে মেঘমালা,ধেঁয়ে অাসে ঝড়
নিসঙ্গ ভাবনায় এলোমেলো কবিতা
নিঃশব্দ উচ্চারণে জড়ালো তোমার নাম
কোনকালের স্পষ্ঠপঙ্তিগুলো
অাবছা অাধারে হারালো
আজ চেপে যাই সত্যগুলো
ভয়ানক স্বার্থপর বর্তমান
অনেক দুরে সরে যায় অস্তিত্ব
ছোঁয়া যাবেনা হয়তো কোনদিন
স্বপ্নময় রাত,নির্জনতায় আসি কখনো কখনো।।