ভেবেছিলাম তোমাকে নিয়ে যাব-অনেকদূর
সাইবেরিয়া নয়তো আফ্রিকার গহীন অরন্যে
নির্জনতায় আদিমতায় আমাদের বসবাস হবে
উন্মত্ততায় ভড়কে যাবে এ ভূবন
ক্লান্তিতে তোমার দেহে নামবে অবসাদ
নিদ্রামগ্ন দু'হাত আমার তখনো তোমায় খুঁজবে,
জীবনানন্দের নদীগুলো হয়তো ফুরাবে সব লেনদেন
কিন্তু আমার জলপ্রপাতেরা এগিয়ে যাবে
তবে কতটুকু গিয়েছে জানিনা- হয়তো পারেনি
অনেক কথাই বলার ছিল- হয়তো কিছুই বলিনি।।