আমি আঁকি তোমায় নয়ন ভরা
স্বপনে।
তুমি জাননা কোন সে রঙে রঙ্গমঞ্চের
আলোকে।
আমি লিখি তোমায় কবিতার পাতায়
নীরবে।
বাধবোনা তোমায় বিনে সুতার
মালাতে।
দিয়েছি মুক্ত করে অজানা আশার
প্রতিক্ষাতে।
তুমি জাননা কত ভালোবাসি তোমায়
তুমি শুধু নকশা আঁকো
অন্য আলোর প্রতীক্ষাতে।
কাছে যে আসতে চায়
ডাকেনা কেউ সাধনে।
বিশাল সমুদ্রের তেপান্তরের সাধন
সবারে।
আমি চাই তাকে, যে চায় আমাকে
শ্রদ্ধাভারে স্মরণ করি নির্বাক প্রেম
সাহসীকে।
না পাইলেও ঘৃণা আসেনা তার
হৃদয়ে।
স্বর্গ সুধা সর্বত্তম সুধা
পায় স্মরণ করে তারে
ষড়ঋতুর বর্তমানে
সুরে সুরে নির্জনে।