শহর নগর বন্দর শহর
গাড়ির চাকা চলে সফর
নতুনের আহবানে মানুষ ছুটে মরে
আশায় জগত বয় ,
জীবন অতিবাহিত হয়
মানুষ শহরমুখো হয়।
বাস্তবায়িত হয় ,
টাকার মূল্য কমে যায়
টাকার বলে মানুষ হয়
পশুর তুল্য।
নিজের ক্ষমতা বলে,
মানুষ মানুষকে মারে
কোলাহলে মেতে ওঠে
কিছু সৎপরায়ন,
তাদেরও গোণেনা লোকে হলেও
অনেক বড় মনিষী মহাগণ্য।
হায়রে কি আজব খেলায় মাতালে
তুমি তোমার সৃষ্টির মহিমা
হায়রে আজব দুনিয়া।