ভালোবেসে ঘর বাঁধে অচীনে
মনে মনে গোপনে
জানেনা কেউ জানে শুধু একজন আর
প্রেমিক প্রেমিকা সুজন।
আলাপ হয় গোপনে দেখা হয় সদরে
একি হৃদয়ের স্পন্দন।
হৃদপূর্তিতে আনন্দে মেতে ওঠে
আশা জেগে ওঠে মিলবে শরবরে
কপোত ভেবে বলে,
ভালোবাসা জীবনে উদয় হয় হৃদয়ে
ভাবতো এখন আবেগটা কি?
কপোতি বলে,আবেগ মিটে গেছে
ভাব অনুরাগটা কি?
কপোত বলে,
চাওয়া পাওয়ার আনন্দটাতেই অনুরাগ মেলে
আর জীবন সংগ্রামে টিকে থাকার মাঝেই
অনুরাগের ফল ঝরে।
আসলে ভালোবাসার ছলে মানুষ জড়ায় ভুলে
দেয়া নেয়ার ছলে মন চলে যায় গোপনে
মনের মিলনে ,ঠোঁটের হাসিতে ,চোখের কাঁদনে
গড়ে ওঠে সংসার।
এইতো জগত! না জগত নয়
ভালোবাসার ঘর।