ওরা পৃষ্ঠপোষক ওরা শোষক।
মুখ মিষ্টি উজ্জ্বল অশোক
লম্বা বয়ানে পটু আশিক
কামেল কথা বলিষ্ট কথক
গায়ে সাদা মনে কালো
ভিন্ন রূপী সৌন্দর্য খাদক।


দেখ নিরীহ মৃন্ময় অগোচরে
জীবন সাজায় সহোদরে,
হয়তো কোনদিন আবার অনাহারে
ভালোবাসার দোটানা আঘাতে
কাঁদে সকলে বলেনা স্বরে।


ভেজা বেড়াল উগ্রপন্থী
রূঢ় ,দুষ্ট স্বভাবের চরিত্র।
অনাহারীর মুখের অন্ন
কেড়ে নেয় যারা।
দুধের শিশুকে মা মা বলার
সুযোগ দেয়না তারা,
নিজ অপকর্মের ফসল ফলিয়ে
জারজ বলেও তারা।


ওরা মানুষ রূপী মানভ্রষ্ট
অসুর রূপী ধ্বংসকারী বন্য
ধৃষ্টতা তাদের শেষ
অবলীলার জন্য।


ওদের নাই কোন সৃজন
নাই কোন বাঁধন
ওরা ভাবে ,অন্যের শোষণ
ওদের বড় আপন।


ওরা বিবাদ বাড়ায় সকল ছলে
নানান ছুতোর বেড়াজালে
দেশটাকে দিল রসাতলে।
জামাই সেজে জনে জনে
জাতি-সমাজের অন্তরালে
ঘরে বাইরে সর্বক্ষনে।


বিধাতা তুমি ওদের ক্ষমা করোনা...