আমি ছিলাম ছোট্ট ছেলে তাদের মাঝে
একদিন,
বলত দাদু আনন্দে, কতনা মধুর ছন্দে;
হাত রেখে কান্দে ।
তুইতো দাদু হইবি বড়, বড়দের মাঝে
একদিন।
বুঝ্তামনা ততটা  কইতাম দাদু ঢঙে
দাদু আমার দাদিকে বলে ,
শুনেছ রকির মা দাদু আমার ডাকছে কতনা
মধুর ঢঙে!
শোন দাদু তুমি আছো জড়িয়ে আমার উত্তর-
সুরীর বন্দে।
বুঝ্তামনা ততটা কইতাম ইশারাতে,
দাদু- দাদিকে দেখ,  ছবিতে লাগছে কেমন
তোমার সঙ্গে!
দাদু আমার দেখছে ছবি,দেখছে সেথার মিল
দাদু আমার কাঁদছে কেন ?
তোকে দেখে ভয় পেয়েছে বুড়ি খাবি একটা
কিল!
দেখেছিস বুড়ি দাদু আমার হাসছে আবার ;
খিল-খিল-খিল, খিল!
দেখেছো বউমা  -
দাদা দাদুর মাঝে কতইনা গভীর মিল।।