কত শত বর্ষ ধরে রেখেছি গোপন করে, কত
দুঃখ-সুখে,আবছা আলোতে দেখেছি তোমায়
সন্ধার আড়াল করে ।।


আমি দেখেছি তোমায় নীল আলোয় জোনাকির
মত রাতের সাথে মিশে যাওয়া শাড়ির আচলে,
মধ্য রাতে স্বপন সাজে একই ছাদের তলে
ভাবোন্মত্ত ঘরের ভিতরে।।


অঙ্গরাগ তথা প্রসাধনীর  প্রসাধন দেখে ভাবি
তুমি যেন নির্মল বাতাসে  পারফিউমের গন্ধে
আমার কল্পনায় ভাসা চোখের আড়ালে সোমত্ত
কলঙ্কিত নিভৃতে।।  


তোমায় ভাবি তোমায় সপি ক্ষণিক নেশারজালে
কোন যেন এক মাতাল মনা উজ্জ্বল তুমি তোমার
চাওয়া পাওয়ার সংগমে।।


আমার তোমায় ভেবে রাত যেন দিন, দিন যেন
হয় রাত;  বিহ্বল মনা আবার জাগে দীপ্তিমান
তোমাসিক্ত আলোয় ভেজা সকালে।


তুমি রম্য, তুমি সৌম্য , তুমি অর্ঘ উপচারে;
তোমার রূপের অন্ত জ্বালায় কাটল আমার
সাধু বেশে নির্জনে ,সারাটি জীবন ধরে ।।