তর্জন গর্জন ভোজনালয় এসোনা বসি দুজনা
নিরালয়, পাগলের মত্ত প্রেমে  বিশ্ব কুটিলের
করব নিরাময়!
পাগলামিতে পাগল নাচে  তারি সঙ্গে বিশ্ব ;
চোখলা নেশায় ফোকলা দাঁতে দেখ লোভি
পাগলের দৃশ্য।
পাগল আমি পাগল তুমি সেই প্রেম পাগলের
কাছে,যে পাগলকে ভালোবেসে গোলামি করি
আজো দুনিয়াতে।
কেউবা আবার ধর্মে পাগল, কর্মে সবার আড়ি
পাগল করে বেচাকেনা মুরশিদের প্রেম ছাড়ি।  
সভ্য যুগে সভ্য তুমি সভ্য পাগল তুমি, পাগল
হয়েও মানবরূপি জ্ঞানি পাগল আমি।
চারিদিকে আজ মাতামাতি,স্বার্থ নিয়ে চেতাচেতি;
নির্বুদ্ধিতায় খ্যাপা পাগল সবি,
নানান বিড়ম্বনায় দেখছে কারিম সাইজি
সৃষ্টি পাগল স্রষ্টার আরাধনে স্রষ্টা পাগল সেই
পাগলের সন্ধানে
নানান জাতের পাগল আজ পাগলের ধরাধামে
কেউবা আবার বিশ্বমাঝে গোপালের নাম জপে
প্রেমডোরে ভক্তি ভজে।।
পাগল দেখবে ভাই পাগল হরেক রকমের পাগল
.........আগামি খণ্ডে...