মোহাম্মদ বারি পছন্দ তার নারী ,আনছান আনমন
কিযে পেল নিত্য উপভোগের আবাহন  নারী ভক্ত
যৌবন ।।
টাকা পয়শার বেড়াজাল ছিন্ন সবই নিরর্থক তারি
নারী সঙ্গ ছাড়া নিত্য নৈমিত্তিক জীবন।
মোহ যুক্ত মানবসত্তা লাল শালুতে কুঞ্জলীলা,নারী
প্রেমে ভাসায় আত্মা পাগল।
প্রেমের জ্বালা বড় জ্বালা ভাবিল সেজন এমন মোহে
কজনিবা পাগল ?
উক্তি তারি করিলাম ঈর্ষাপন, ভাবিলাম মুক্ত প্রেমের
হিসেব বোঝেই কজন ?
আমি প্রেম করেছি আকাশ বাতাস প্রেম করেছি মাটির
সাথে,
কোমল স্নিগ্ধ রূপবতী নারী;
এত সেই অপরূপের ছন্দে গাওয়া সারি ।  
আমি নারী পাগল, আমি ধর্মে পাগল, জাতে মাতাল
বিপদে বন্ধুর পাশে;
কেউবা আবার যৌবন দিয়ে মাতায় খেলা আবার দিন  
চলে তাদের পেটে ভাতে।।
আমি বাঁধন হারা ছন্নছাড়া সমাজের ঘুম ভাঙানো
বৈতাল;
কেউ ভাবে ভোগ কেউ ভাবে চোট ভেবে ভেবে আমি
হিমরূপ শীতল।
আজো পাগলামিতে বাঁচি আমি, পাগলামিতেই নাচি
অর্বাচীন পাগল যেন আমার মন ,
দেশ দুনিয়ার পাগল যত সবাই আমারি আপন জন।।